মানুষজন হয়তো আপনাকে ভালোভাবে জানে বা তারা হয়তো আপনাকে খারাপ ভাবে,আল্লাহর কাছে কিন্তু এসবের কোন মূল্য নেই, আপনার ব্যাপারে আল্লাহর ধারনা এবংমানুষজনের যে ধারণা তার মধ্যে কোন সম্পর্ক নেই, আর মানুষজন যদি ভাবে আপনি মহান,তাহলে এটি কিন্তু কোন নিশ্চয়তা দেয় না যে আল্লাহর কাছে আপনি মহান হবেন, যদি মানুষ জন ভাবে আপনি জাহান্নামে যাবেন আপনি খারাপ এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে খারাপ ভাবে, হয়তো আপনার জন্য আল্লাহ ভালোবাসা মজুদ রয়েছে !