আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ (আরবি ,الحمدللہ Al-Hamdu Lillah) আরবি বাক্য অংশ যার অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর
আল্লাহর ভয়ে তুমি যা সবকিছু ছেড়ে দিবে। আল্লাহ তোমাকে তার চেয়ে আরও উত্তমও কিছু দান করবেন।কখনও কখনও আল্লাহ তা আলা আমাদেরকে ভোগান্তিতে ফেলেন। শুধু এ জন্যই যাতে আমরা তাঁকে স্মরণ করি। ইসলাম অহঙ্কার করতে শেখায় না। ইসলাম শুকরিয়া আদায় করতে শেখায়। যে ব্যক্তি আল্লাহর দেয়া, রিজিককে যথেষ্ট মনে করবে সে জীবনে কখনও অভাব বোধ করবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন।
In fear, you go and leave. Allah will bestow something better than that. Only for this we present him. Islam does not teach arrogance. Islam teaches thanksgiving and more. A person who thinks enough, Rick will never go wrong. The watchful will not despair of mercy. Allah must ask.